×

জাতীয়

মামলা প্রত্যাহার না হলে গণআন্দোলন : নোমান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৮, ০৯:৩৪ পিএম

মামলা প্রত্যাহার না হলে গণআন্দোলন : নোমান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান দুর্নীতির দুই মামলা প্রত্যাহার না হলে গণআন্দোলনের হুঁমকি দিয়েছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘৮ তারিখের যে মামলার রায় সেটি প্রত্যাহার করতে হবে। এই মামলা যদি প্রত্যাহার না করা হয় তাহলে গণআন্দোলন, গণঅভ্যুত্থান হবে। তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’ নব্বইয়ে তৎকালীন এরশাদ সরকারের পতনের চিত্র তুলে ধরে তা থেকে শিক্ষা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা ও স্মরণসভার আয়োজন করে ‘আরাফাত রহমান স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন। আবদুল্লাহ আল নোমান বলেন, ‘৮ ফেব্রুয়ারি নিয়ে আমার কাছে একটা প্রশ্ন এসেছে। এই ধরনের প্রশ্ন এসেছিল, এরশাদের শাসনামলে যে আমরা সামনে কতটুকু আগাতে পারব। সেদিন আমি বলেছিলাম, আমরা জয়ের মুখোমুখি, বিজয় অর্জন করব। তারপর ঐতিহাসিক ১০ নভেম্বরে পাল্টে গেল চিত্র।’ ‘জনগণ খুব বেশি রাস্তায় ছিল না। আমরা যদি এটাকে সাব্জেক্টলি দেখি, তাহলে আসলেই আমাদের সে শক্তি কোথায় ছিল? একটাই শক্তি ছিল, এরশাদের পতন জনগণ চায় এবং এরশাদের পতনের পর আমাদের নেতৃত্ব প্রদান করতে হবে, আপোষহীনভাবে এগিয়ে যেতে হবে।’ আইয়ুব খানের পতনের চিত্র তুলে ধরে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘ইয়াহিয়া খানও পালানোর সময় পায় নাই। কিন্তু তাদের হাতে সব সময় অস্ত্র, বন্দুক, আইন-আদালত সব কিছুই ছিল আজকের মতোই। কিন্তু সে সময়ে সেগুলো ব্যবহার করার যে সুযোগ, সে সুযোগ জনগণ তাদের দেয় নাই। কাজেই আজকেও আওয়ামী লীগকে এই সুযোগ জনগণ দেবে না। সময় আসবে যখন তারা পালাবে, জেলখানায় ঢুকবে।’ আয়োজক সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App