×

জাতীয়

কাঁকড়া ধরায় সুন্দররবনের ৪১ জেলেকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৮, ০৫:০৪ পিএম

কাঁকড়া ধরায় সুন্দররবনের ৪১ জেলেকে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে ৪১ জেলেকে জরিমানা করেছে বনবিভাগ। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাঞ্চির খাল এলাকা থেকে তাদের আটক করে বনবিভাগের পরিচালিত স্মার্ট পেট্রলিং টিম। এসময় তাদের কাছ থেকে ৫০ মন কাঁকড়া ও দুটি ট্রলার জব্দ করা হয়। স্মার্ট পেট্রলিং টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চাঁদপাই রেঞ্জের কাঞ্চির খালে অভিযান চালায় বনবিভাগের পরিচালিত স্মার্ট পেট্রলিং টিম। এসময় দুইটি নৌকার মালিককে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা ও প্রতি জেলেকে ৫০০ টাকা করে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কাঁকড়া সুন্দরবনের বিভিন্ন খালে অবমুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App