×
Icon ব্রেকিং
ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল, ইরানের বিভন্ন শহরে বিমান চলাচল বন্ধ

তথ্যপ্রযুক্তি

আইফোনে পরিবর্তন করছে থ্রিডি টাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৮, ০৪:৪৪ পিএম

আইফোনে পরিবর্তন করছে থ্রিডি টাচ
আইফোনে অ্যাপল নিত্য নতুন ফিচার যুক্ত করলেও সবগুলো ফিচার সমানভাবে জনপ্রিয়তা পায় না।এমন জনপ্রিয়তা না পাওয়ার তালিকাতে রয়েছে আইফোন ৬এস এর সঙ্গে যুক্ত হওয়া থ্রি-ডি টাচ। স্ক্রিন ট্যাপের চাপ কতটুকু প্রয়োগ হচ্ছে সেটি অনুযায়ী অ্যাপে বিভিন্ন কাজ করার ফিচারটি কখনোই জনপ্রিয় হয়ে ওঠেনি।এবার একটি রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালে আনতে যাওয়া আইফোনের মডেলে ফিচারটি বাদ দেয়া হবে।এ বছর অ্যাপলের একটি ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ আইফোন বাজারে আনার কথা রয়েছে। সেটিতে ওলেড প্রযুক্তির বদলে এলসিডি ডিসপ্লে ব্যবহার হবার কথা রয়েছে। এবার কেজিআই সিকিউরিটিজ এর রিপোর্টে বলা হচ্ছে তা থেকে থ্রি-ডি টাচও বাদ দেয়া হবে।ফোনটিতে আইফোন ১০ এর মত স্যান্ডুইচ মাদারবোর্ডও ব্যবহার করা হবে না, তার বদলে থাকছে সাধারণ এক স্তরের লজিক বোর্ড ও ব্যাটারি। ফোনটির মূল্যও কমে ৭০০ থেকে ৮০০ ডলারে দাঁড়াবে বলেও আভাস পাওয়া যাচ্ছে।থ্রি-ডি টাচ ফিচারটি আইপ্যাডেও কখনো যুক্ত করা হয়নি। বেশিরভাগ অ্যাপ নির্মাতারাও থ্রি-ডি টাচের জন্য তেমন ফিচার যুক্ত করেননি, ফলে সেটি রয়ে গেছে অব্যবহৃত। আগামীতে সেটি সরিয়ে নিলেও ব্যবহারকারীরা হতাশ হবেন না বলেও মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App