×

তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ব্যবসায় নামছে অ্যালফাবেট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৮, ০১:২২ পিএম

সাইবার নিরাপত্তা ব্যবসায় নামছে অ্যালফাবেট
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবার সাইবার নিরাপত্তা ব্যবসায় নাম লেখানোর ঘোষণা দিয়েছে। ‘ক্রোনিকল’ নামের নতুন এ প্রতিষ্ঠানটি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সেবা দেবে। ক্রোনিকলের দুটি আলাদা বিভাগ থাকবে। এর একটি কাজ করবে সাইবার নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে। ভাইরাস টোটাল নামের অন্য বিভাগটি কাজ করবে ম্যালওয়্যার নিয়ে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন গিলেট এক ব্লগ পোস্টে জানান, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রতিদিনই কয়েক হাজার ছোট বড় আক্রমণের শিকার হচ্ছে। প্রতিটি আক্রমণ সম্পর্কে খুঁটিয়ে দেখা সম্ভব হয় না। ‘আর এ কারণেই হ্যাকাররা দিনের পর দিন ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যায়। ‘এর মাধ্যমে তথ্য চুরির পরিমাণ যেমন বৃদ্ধি পায়, তেমনি সাইবার নিরাপত্তা সংক্রান্ত খরচও অনেক বেড়ে যায়।’, বলেন গিলেট। ক্রোনিকল জানিয়েছে, ইতোমধ্যেই কয়েকটি ফরচুন৫০০ কোম্পানি তাদের সাইবার নিরাপত্তা সেবা পরীক্ষামূলকভাবে গ্রহণ করতে শুরু করেছে। সামনের বছরগুলোতে আরও অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী। প্রযুক্তি বিশ্বে বর্তমানে সাইবার আক্রমণের পরিমাণ অন্য যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি। ছোট প্রতিষ্ঠান তো বটেই, নামকরা বড় প্রতিষ্ঠান এমনকি সরকারি প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না সাইবার আক্রমণ থেকে। গত বছর ইউএস আর্মি, এনএসএ, ইকুয়াফ্যাক্স, অ্যাকসেঞ্চারের মতো বড় প্রতিষ্ঠানের তথ্য চুরির ঘটনা ঘটেছিল। এছাড়া একাধিক র‍্যানসমওয়্যারও ছড়িয়ে পড়েছিল অনেক দেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App