×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৮, ১০:৫১ এএম

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার
দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কোনো একদিন ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সিইসি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান। সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদপূর্তির ৯০ থেকে ৬০ দিন আগে নির্বাচন করার বিধান আছে। এ কারণে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩শ’ ৫০ জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি পদে নির্বাচন করার জন্য প্রার্থীর পক্ষে দু’জন এমপিকে সমর্থক এবং প্রস্তাবক হতে হয়। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বিকেলে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। সেসময় প্রশ্নের উত্তরে ঢাকা উত্তর ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডের নির্বাচন এবং উত্তরের মেয়র পদে উপ-নির্বাচন না হওয়া প্রসঙ্গে  প্রধান নির্বাচন কমিশনার বলেন, আদালতের নির্দেশনার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে বিএনপি’র অভিযোগ প্রত্যাখান করে সিইসি বলেছেন, মেয়র পদের উপনির্বাচন না হওয়া ইসির ব্যর্থতায় নয়, আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়েছে। বছর জুড়ে যত নির্বাচনই থাকুক না কেন ৩০ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে বলে জানিয়েছেন সিইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App