×

জাতীয়

‘প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করবেন ৩০ জানুয়ারি’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৮, ০৩:৫৫ পিএম

‘প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করবেন ৩০ জানুয়ারি’
আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, আগামী ৩০ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের প্রচার শুরু করবেন। এর আগে তিনি আমাকে কী নির্দেশনা দেন সেটা থেকে আমার নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি স্পষ্ট করে বলা যাবে। যদিও ইতোমধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। সেসব সমাবেশ থেকে তার দলকে আরেকবার ক্ষমতায় আনার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, আমার আর নির্বাচন করার ইচ্ছে নেই। নির্বাচন করার বয়সও আমার নেই। আর যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে নির্দেশ দেন তাহলে হয়তো নির্বাচন করতে পারি। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আরেকবার ক্ষমতায় আসলে দেশের দারিদ্র্য আর থাকবে না। দেশে দরিদ্রতা যে ছিল, এটা ইতিহাস হয়ে থাকবে। মন্ত্রী বলেন, এটা লজ্জার ব্যাপার যে দেশে দারিদ্র্য আছে। যে দেশে এতো সম্পদ সে দেশে দরিদ্রতা থাকতে পারে না। শেখ হাসিনার সরকার আরেকবার ক্ষমতায় আসলে দেশের সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের দরিদ্রতা দূর করা হবে। অর্থন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে সমস্যা আছে। এর জন্য ব্যাংক সংশ্লিষ্টরা তো বটেই, সরকারেরও দোষ আছে। অনেকে এ বিষয়ে অনেক রকম প্রশ্ন করেন, আসলে সব কথাই ঠিক নয়। সমস্যা সমাধানে আমরা চেষ্টা করছি। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এজন্য এখন দেশজুড়ে নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে। সব রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং তাদের শরীক দলগুলো নির্বাচনী মাঠে নেমে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App