×

আন্তর্জাতিক

হোয়াইট হাউজ ধ্বংসের ভিডিও প্রকাশ করল আইএস!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৮, ০৯:৪৭ পিএম

https://youtu.be/PgSfaWvJIoU
বহুল কথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যুক্তরাষ্ট্র দখলের হুমকি দিয়ে একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছে। আইএসের ওই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ ধ্বংস করে দেওয়ার চিত্র প্রকাশ করে ওই জঙ্গিগোষ্ঠী। শুধু হোয়াইট হাউজই নয় গোটা ওয়াশিংটন ডিসি শহরকে কীভাবে নিজেদের দখল নেবে সেটাও অ্যানিমেশন করে বর্ণনা করেছে আইএস। পাঁচ মিনিটের ওই ভিডিও তে দেখানো হয়েছে, প্রথমে যুক্তরাষ্ট্রের মিলিটারি লাইন ধ্বংস করে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে ওয়াশিংটন শহরে। এরপর জর্জ ওয়াশিংটন সেতুতে বিস্ফোরণ ঘটিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় জঙ্গিরা। জঙ্গিরা একের পর এক আক্রমণ চালিয়ে ঘিরে ফেলে গোটা শহরটিকে। পাশাপাশি আকাশপথেও হামলা চালানো হয়। শেষে সাঁজোয়া যানে আইএস জঙ্গিরা হোয়াইট হাউজ আক্রমণ চালায়। এই ভিডিও-র দৃশ্য হলিউড সিনেমা থেকে ধার করা হয়েছে। আইএস জঙ্গিদের প্রকাশিত ওই ভিডিও প্রসঙ্গে মার্কিন প্রশাসনের পক্ষে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের একাংশ ওই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। https://youtu.be/PgSfaWvJIoU

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App