×

জাতীয়

বাংলাদেশি ৩ শিল্পপতি পেলেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৮, ০৩:৩৫ পিএম

বাংলাদেশি ৩ শিল্পপতি পেলেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড
বাংলাদেশি ৩ শিল্পপতি পেলেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 'সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড' পেয়েছেন বাংলাদেশি তিন শিল্পপতি। কলকাতার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা জানায় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ সুফি মহম্মদ মিজানুর রহমান, গাজী গ্রুপের চেয়ারম্যান বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী এমপি এবং থার্মাক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কবীর মোল্লা। মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর (বাঁ থেকে দ্বিতীয়), গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর (ডান থেকে দ্বিতীয়) এবং থার্মাক্স গ্রুপের চেয়ারম্যান কবীর মোল্লা (ডান থেকে প্রথম)-সমকাল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির চিফ প্যাট্রন শ্যামল সেন, ওই কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুন বিশ্বাস, বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত প্রমুখ। পরে প্রতিক্রিয়ায় সুফি মিজানুর রহমান বলেন, 'আজকে মাদার তেরেসা কমিটি যে অমূল্য ভূষণে ভূষিত করেছে তাতে আমরা অনুপ্রাণিত ও অভিভূত। এর কোনো ভাষা নেই।' এ প্রসঙ্গে থার্মাক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, 'আমার ক্ষুদ্র জীবনে বিভিন্ন সামাজিক কাজে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আজকের মাদার তেরেসা পুরস্কার আমায় অনেক উৎসাহিত করেছে।' গোলাম দস্তগীর গাজী বলেন, 'যেকোন পুরস্কার সবসময়ই আনন্দের। আর সামাজিক কাজে আমরা সবাই মাদার তেরেসাকে অনুসরণ করে আসছি। তাই তার নামাঙ্কিত পুরস্কার পেয়ে আমি খুবই অনুপ্রাণিত।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App