×

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে : স্বাস্থ্যমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৮, ০৬:৪৬ পিএম

তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে : স্বাস্থ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৮ কোটি টাকা ব্যয়ে পাঁচ একর জমির উপর নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন সময় মতোই শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। বিএনপি যদি নির্বাচন না করে, তাহলে বিএনপিকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি জিয়াউল হক মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মহী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদ। সমাবেশে জেলা এবং উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App