×

তথ্যপ্রযুক্তি

অ্যাপল আইফোন ১০ উৎপাদন বন্ধ করছে !

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৮, ০২:৪০ পিএম

অ্যাপল আইফোন ১০ উৎপাদন বন্ধ করছে !
এ বছরই আইফোন ১০ এর উৎপাদন বন্ধ করে দেবে অ্যাপল। এমনটাই অনুমান করছেন কেজিআই সিকিউরিটিজের বিশেষজ্ঞ মিং চি কু।অ্যাপলইনসাইডারের তথ্য অনুযায়ী তিনি এ ভবিষ্যদ্বাণী করেছেন। মিং জানিয়েছেন, চলতি বছরই নতুন দুটি আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। তাই আইফোন ১০ এর দাম অবধারিতভাবেই কমে যাবে। কিন্তু অ্যাপল দাম কমানোর পক্ষপাতী নয়। কারণ দাম কমানো হলে নতুন মডেলের আইফোনগুলো লক্ষ্য মাত্রা অনুযায়ী বিক্রি হবে না। নতুন ফোনগুলোর বিক্রি বাড়াতেই চলতি বছরের প্রথম প্রান্তিকের পর আইফোন ১০ এর উৎপাদন বন্ধ করে দেবে অ্যাপল। নতুন আইফোন দুটির সম্ভাব্য মডেল হলো আইফোন ১০ প্লাস ও আইফোন ৯ বা এক্স ২। এর মধ্যে একটি ফোনে থাকবে ৬ দশমিক ৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। অন্য ফোনে থাকবে ৬ দশমিক ১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে।আইফোন ১০ বাজারে ছাড়া হয় গত বছরের ৩ নভেম্বর। উৎপাদন বন্ধ হয়ে গেলে চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত আইফোন ১০ বাজারে নাও থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App