অ্যাপল আইফোন ১০ উৎপাদন বন্ধ করছে !

আগের সংবাদ

অস্কারের ৯০ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন র‌্যাচেল মরিসন

পরের সংবাদ

আফগানিস্তানের জালালাবাদে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলা

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৮ , ২:৪৭ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৪, ২০১৮ , ২:৪৭ অপরাহ্ণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ কার্যালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে অন্তত ১১ জন আহত হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার পর সংস্থাটির কার্যালয়ের প্রবেশপথে ঢুকে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বন্দুকধারীরা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে ঢুকে পড়ে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান, বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষ চলছে। এ হামলার সঙ্গে তালেবান বা আইএসের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়