×

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘নোংরা’ মন্তব্যের প্রতিবাদে হাইতিতে বিক্ষোভ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ১০:৩০ পিএম

ট্রাম্পের ‘নোংরা’ মন্তব্যের প্রতিবাদে হাইতিতে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী কয়েকটি দেশের নাগরিকদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নোংরা’ মন্তব্যের প্রতিবাদে হাইতির প্রায় দুই হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এমাসের শুরু দিকে ওভাল অফিসে অভিবাসন নীতি নিয়ে এক বৈঠকে হাইতি, এল সালভাদর ও আফ্রিকার দেশগুলোকে ‘শিটহোল’ বা নোংরা আখ্যা দেন ট্রাম্প। যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠে। নিজদলেও সমালোচিত হন তিনি। পরে ট্রাম্প এ শব্দ ব্যবহারের কথা অস্বীকার করলেও বৈঠকে থাকা অন্যরা বলেছেন, ট্রাম্প শব্দটি ব্যবহার করেছেন। যাদের মধ্যে ডেমক্র্যাটিক সিনেটর রিচার্ড ডুরবিনও আছেন বলে জানায় রয়টার্স। সোমবার হাইতির পতাকা হাতে বিক্ষোভে অংশ গ্রহণকারীদের একজন বলেন, “ট্রাম্প একজন বিকৃত বর্ণবাদী। তিনি এমন একজন বর্ণবাদী ‍যিনি মানুষ হিসেবে নিচু প্রকৃতির।” অভিবাসন নিয়ে গত বছর জুনে এক বৈঠকে ট্রাম্প হাইতির নাগরিকদের ‘সবারই এইডস আছে’ মন্তব্য করেছিলেন বলে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছিল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বল্পদক্ষ কর্মী নেওয়ার তালিকা থেকেও হাইতিকে বাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে উত্তর আমেরিকার এ দেশটির নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের এইচ-টুএ ও এইচ-টুবি ভিসায় আবেদন করতে পারবে না। ওই ঘোষণায় ট্রাম্প প্রশাসন আগামী বছরের মধ্যে তিন দশক ধরে অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বাস করা সালভাদরের দুই লাখ লোককে দেশে ফিরে যাওয়ার সময় বেঁধে দিয়েছে। ১৯৯১ সালে দেশটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রতিক্রিয়ায় সেখানকার নাগরিকদের যুক্তরাষ্ট্রে বসবাসের এই সুযোগ মিলেছিল। এর আগে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস করা হাইতি ও নিকারাগুয়ার নাগরিকদের ‘টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস’ও (টিপিএস) প্রত্যাহার করে নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App