×

খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ১১:৫২ এএম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ফাইনালের টিকিট পেতে হেলে বাংলাদেশকে হারাতেই হবে জিম্বাবুয়ের। আর দুটি ম্যাচে বোনাস পয়েন্টসহ জিতে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশও চাইছে জয়ের ধারা বজায় রাখতে। তাই এ ম্যাচেও দারুণ সিরিয়াস দলটি। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। জিম্বাবুয়ের প্রবল প্রতিপক্ষ বাংলাদেশ। দুই দল মোট ৬৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৪০ বার জয়ী দলের নাম বাংলাদেশ। আর জিম্বাবুয়ে জিতেছে ২৮ ম্যাচে। আর আফ্রিকার এই দেশটি টাইগারদের বিপক্ষে সর্বশেষ জয়টা পেয়েছে প্রায় ৫ বছর আগে, ২০১৩ সালে। এরপর টানা ৯ ম্যাচেই জয়ী দলের নাম বাংলাদেশ। তবে ফাইনালে যেতে এই ম্যাচে বাংলাদেশকে হারানোর কোন বিকল্প নেই দলটির। আর টুর্নামেন্টে টানা দুই ম্যাচ জেতা মাশরাফিরা চাইছেন সবগুলো ম্যাচই জিততে। তাই উপভোগ্য একটা ম্যাচ উপহার পাবেন দর্শকরা তা আশা করাই যায়। এই ম্যাচের একাদশে একটাই পরিবর্তন এনেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম মোকাবেলায় বল হাতে ওপেনিং করে দারুণ বোলিং করেছিলেন সানজামুল ইসলাম। ১০ ওভার বল করে মাত্র ২৯ রানের খরচায় পেয়েছিলেন তিনি। আর বাঁহাতি স্পিনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সমস্যাও পুরনো। তাই একাদশে ফিরেছেন সানজামুল। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন অল রাউন্ডার সাইফ উদ্দিন। একাদশ- বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App