×

আন্তর্জাতিক

কাবুলে জাতিসংঘ কর্মকর্তাকে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ১২:২২ পিএম

কাবুলে জাতিসংঘ কর্মকর্তাকে হত্যা

আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। এতে ওই কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোরে এই হামলা চালানো হয়। আফগানিস্তানের বার্তা সংস্থা খামার প্রেস এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের খায়ের খানা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এবং অপর একজন আটক হয়েছে।

এর আগে বলা হয়েছিল, জাতিসংঘের এক নারী কর্মকর্তা ও তার সন্তানকে অজ্ঞাত বন্দুকধারীরা অপহরণ করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করতে গেলে বন্দুকধারীরা ওই নারী কর্মকর্তাকে হত্যা করে।

কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ অপহরণ ও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আরো তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, শনিবার কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অতিথিদের জিম্মি করে রেখেছিল তালেবান জঙ্গিরা। প্রায় ১৩ ঘন্টা চেষ্টার পর নিরাপত্তা বাহিনী পাঁচ বন্দুকধারীকে হত্যা করতে সক্ষম হয়। হোটেলে বন্দুকধারীদের গুলিতে ১৪ বিদেশিসহ ২২ জন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App