×

খেলা

১০৫ রানে অলআউট পাকিস্তান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ০১:০৮ পিএম

১০৫ রানে অলআউট পাকিস্তান
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় সরফরাজ আহমেদের দল। ওয়েলিংটনে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন বাবর আজম। ১২ বল খেলে ২৩ রান করেন হাসান আলী। এছাড়া দুই অঙ্কের ঘরে কেউ রান করতে পারেনি। নিউজিল্যান্ডের পক্ষে স্টেথ র‌্যান্স ৩টি, টিম সাউদি ৩টি, আনারু কিচেন ১টি, মিচেল স্যান্টনার ২টি ও কলিন মুনরো ১টি করে উইকেট নেন। ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৮ রানে ছয় উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর বাবর আজম ও হাসান আলীর দৃঢ়তায় তারা ১০৫ রান করতে সক্ষম হয়। অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান ইনিংস: ১০৫ (১৯.৪/২০ ওভার) (ফখর জামান ৩, উমর আমিন ০, মোহাম্মদ নওয়াজ ৭, হারিস সোহেল ৯, বাবর আজম ৪১, সরফরাজ আহমেদ ৯, শাদব খান ০, ফাহিম আশরাফ ৭, হাসান আলী ২৩, মোহাম্মদ আমির ৩, রুম্মন রইস ০*; স্টেথ র‌্যান্স ৩/২৬, টিম সাউদি ৩/১৩, কলিন ডি গ্র্যান্ডহোম ০/১১, আনারু কিচেন ১/৩, ইশ সোধি ০/২৫, মিচেল স্যান্টনার ২/১৫, কলিন মুনরো ১/১২)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App