×

খেলা

যুব বিশ্বকাপে দুই ম্যাচ পর হারল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৮, ১০:৫৯ এএম

যুব বিশ্বকাপে দুই ম্যাচ পর হারল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ। আজ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশি যুবারা। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে ২৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশি যুবাদের। দলীয় ২৭ রানেই টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে দলটি। ফলে বড় পুঁজি গড়া সম্ভব হয়নি তাদের পক্ষে। এ সময় বাংলাদেশের হয়ে ওপেনার পিনাক ঘোষ ৪, মোহাম্মদ নাঈম ১, অধিনায়ক সাইফ হোসেন ১ ও গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া তৌহিদ হৃদয় ১২ রানে সাজঘরে ফিরেন। বাংলাদেশি যুবাদের হয়ে আজ সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন গত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া আফিফ হোসেন। ৮৫ বল খেলে ৮ চারে সর্বোচ্চ ৬৩ রান করেন তিনি। এছাড়া আমিনুল ইসলাম ৩১, মাহিদুল ইসলাম ২০ ও হাসান মাহমুদের ২৩ রানের সাহায্যে দলীয় ১৭৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ড শিবিরে শুরুর আঘাতটা ভালোই করেছিল বাংলাদেশি বোলাররা। দলীয় ৪৯ রানে ৩ উইকেট ফেলে বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন হাসান মাহমুদ ও কাজী অনিকরা। এ সময় ওপেনার স্যাভিন পেরেরা ৭, টম ব্যানটন ৯ ও উইল জ্যাকস ৮ রানে সাজঘরে ফেরেন। তবে চতুর্থ উইকেট জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইংলিশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হ্যারি ব্রুক। দলকে জয় এনে দেওয়ার পথে সেঞ্চুরির দেখা পান তিনি। ৮৪ বলে ১০২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ব্রুক। তার সঙ্গে এউয়ান উডস ৪৮ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশি যুবাদের হয়ে মাহমুদ হাসান, কাজী অনিক ও নাঈম হাসান ১টি করে উইকেট পান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে নিজেদের শেষ তিন ম্যাচের দুটিতে জিতে কোয়ার্টারফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড। তিন ম্যাচের দুটিতে জিতে সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশি যুবারা। আর দুই ম্যাচের একটিতে হার ও অপরটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে কানাডা অনূর্ধ্ব-১৯ দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App