×

জাতীয়

ঢাবি অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে সড়ক অবরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৮, ০২:০৪ পিএম

ঢাবি অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে সড়ক অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ওই সড়ক অবরোধ করে রেখেছেন তারা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র যানজটও দেখা গেছে। আন্দোলনে থাকা ইব্রাহীম খলিল নামে সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক ছাত্র জানিয়েছেন, ঢাবি উপাচার্য এসে তাদের দাবি পূরণের আশ্বাস না দেয়া পর্যন্ত তারা সড়ক থেকে উঠবেন না। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অনার্স ২০১৪-১৫ সেশনের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল জানুয়ারির মধ্যে প্রকাশ, অনার্স ২০১৪-১৫ সেশনের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা মার্চের মধ্যেই শুরু করতে হবে, অধিভুক্ত সরকারি সাত কলেজের একাডেমিক ক্যালন্ডার প্রকাশ করতে হবে, অনার্স ২০১২-১৩ সেশনসহ সহল সেশনের পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে, ডিগ্রির সকল সেশনের আটকে থাকা পরীক্ষা ও পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ। দুপুরে দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাবির সহকারী প্রোক্টর আব্দুর রহিমসহ ৩ সদস্যদের প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে। শিক্ষার্থীরা বলছেন, ঢাবি ভিসিকে আসতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App