নাগরপুরে স্কুলের ৬টি ল্যাপটপ রহস্যজনক চুরি

আগের সংবাদ

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা ত্যাগ

পরের সংবাদ

শীতকালীন অলিম্পিকে এক পতাকার নিচে দুই কোরিয়া

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮ , ১২:১৫ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৮, ২০১৮ , ১২:১৫ অপরাহ্ণ

বৈরিতা ভুলে গিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সিউলে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে একসঙ্গে এক পতাকার নিচে সামিল হবার ঘোষণা দিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। ১৭ দিনব্যাপী শীতকালীন অলিম্পিক চলবে শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অলিম্পিকে অংশ নিতে কয়েকশ লোকের একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার সিউলে যাবে। দলের সদস্যরা কোরীয় সীমান্ত অতিক্রমের অনুমতি পেয়েছে। অর্থাৎ গত দুই বছরেরও বেশি সময় পর এই প্রথম আন্তঃসীমান্ত খুলে দেয়া হবে অলিম্পিকের আসরে অংশগ্রহণকে উপলক্ষ করেই। দলে থাকবেন ২৩০ জন চিয়ারলিডার, ১৪০ জন অর্কেস্ট্রা বাদক এবং ৩০ জন তায়েকোয়ান্দ অ্যাথলেট।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে তাদের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট আইস হকি বা বরফের উপরে হকি খেলার ইভেন্টে অংশ নেবে। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়ানোর জন্য কালক্ষেপণ করছে কিনা সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

যদিও উত্তর ও দক্ষিণের সহযোগিতামূলক এই অভিনব সম্পর্ককে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাঙ কিইয়ুঙ-ওয়াহ। তিনি বলেছেন, সব মিলিয়ে এটি একটি ইতিবাচক প্রতিযোগিতা। আমি মনে করি এই আয়োজনের প্রতিটি বিষয়ই অত্যন্ত মনোযোগের সঙ্গে আমাদের সম্পন্ন করতে হবে।

ক্যাঙ কিইয়ুঙ-ওয়াহ আরও বলেন, ‘আমরা আশাবাদী যে, সব কিছু আমরা চমৎকারভাবে সামলে নেব। এটি খেলার জন্য ইতিবাচক হবে, দক্ষিণ কোরিয়ার জন্য ইতিবাচক হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও এটি ইতিবাচক বার্তা দেবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়