×

তথ্যপ্রযুক্তি

বিক্রির দিক দিয়ে স্যামসাংকে ছাড়িয়ে গেলো অ্যাপল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ০৩:৪৬ পিএম

বিক্রির দিক দিয়ে স্যামসাংকে ছাড়িয়ে গেলো অ্যাপল
বিক্রির দিক দিয়ে অ্যাপল ছাড়িয়ে গেছে স্যামসাংকে। এ তথ্য জানিয়েছে নতুন ডিভাইস অ্যাক্টিভেশনের সংখ্যা পরিমাপ করার প্রতিষ্ঠান সিআইআরপি। গত বছরের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রে আইফোন অ্যাক্টিভেশনের হার ১০ শতাংশ বৃদ্ধি পায়। শেষ প্রান্তিকের শুরুতে অ্যাক্টিভেশনের হার ২৯ শতাংশ থাকলেও পড়ে তা বেড়ে দাঁড়ায় ৩৯ শতাংশে।একই সময় স্যামসাং ফোন অ্যাক্টিভেশনের হার ছিলো ৩২ শতাংশ। স্যামসাংয়ের পরে তৃতীয় অবস্থানে আছে এলজি। তাদের ফোন অ্যাক্টিভেশনের হার ছিলো ১৩ শতাংশ। অন্যান্য ব্র্যান্ড মিলে ফোন অ্যাক্টিভেশনের হার ১৫ শতাংশ। তবে এই পরিসংখ্যান শুধু যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারের।সিআইপিতে কর্মরত এক জোস লুইস জানিয়েছেন, যদি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মার্কেটে অ্যাপলের অবস্থান বেশ শক্ত হয়েছে।গত বছরের শেষে অ্যাপল বাজারে তিনিটি মডেল ছাড়ে। সেপ্টেম্বরে বাজারে আসে আইফোন ৮, ৮ প্লাস ও আইফোন ১০। এতে ২০১৬ সালের তুলনায় তাদের মার্কেট শেয়ার ৫ শতাংশ বৃদ্ধি পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App