×

আন্তর্জাতিক

হজযাত্রায় ভর্তুকি বাতিল করেছে ভারত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৮, ১০:০১ পিএম

হজযাত্রায় ভর্তুকি বাতিল করেছে ভারত

হজযাত্রায় আর কোনো ভর্তুকি দেবে না ভারত সরকার। মঙ্গলবার দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি এ তথ্য জানিয়েছেন।

নকভি জানিয়েছেন, ভারতীয় মুসলমানরা যাতে কম খরচে হজে যেতে পারেন, তার জন্য বিমানের পাশাপাশি জাহাজে করে সৌদি আরবে যাওয়ার পথও এ বার খুলে দেওয়া হচ্ছে।

হজযাত্রীরা যাতে সস্তায় বিমানের টিকিট পান, তার জন্য ভর্তুকি দিত ভারতের কেন্দ্রীয় সরকার। ২০১২ সালে সুপ্রিম কোর্ট হজে ভর্তুকি ধাপে ধাপে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এর জন্য আদালত ২০২২ সাল পর্যন্ত সময় দিয়েছিল সরকারকে।

আদালতের নির্দেশ মেনে হজযাত্রার ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া যায় কিভাবে, সে বিষয়ে একটি বিশেষজ্ঞ প্যানেলের মতামত চেয়েছিল কেন্দ্র। মতামত নেওয়ার পরই মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এ দিন সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ বছর থেকেই উঠে যাচ্ছে হজের ভর্তুকি।

সৌদি আরব চলতি বছর থেকে ভারতীয়দের জন্য হজের কোটা বাড়িয়েছে। গত বছর ১ লাখ ৭০ হাজার ভারতীয়কে হজে যাওয়ার ছাড়পত্র দিয়েছিল সৌদি। এ বার তা বাড়িয়ে ১ লাখ ৭৫ হাজার করা হয়েছে।

সূত্র : এনডিটিভি অনলাইন ও আনন্দবাজার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App