×

খেলা

মুলারের ৩৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৮, ০৬:৫৪ পিএম

মুলারের ৩৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

আগের ম্যাচে লেভান্তের বিপক্ষে গোল করে জার্ড মুলারের রেকর্ড ছুঁয়েছিলেন। পরের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল করে জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একক কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের।

সোসিয়েদাদের মাঠে রোববার রাতে বার্সেলোনার ৪-২ গোলে জয়ের ম্যাচে একটি গোল করেছেন মেসি। ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের ফ্রি-কিকে করা গোলটা এই মৌসুমে লা লিগায় মেসির ১৭তম গোল। এই গোলেই মুলারের রেকর্ড ভেঙেছেন মেসি।

১৯৬৪ থেকে ১৯৭৯ পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায় ৪২৭ ম্যাচে ৩৬৫ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি মুলার। লা লিগায় ৪০১ ম্যাচে মেসির গোল এখন ৩৬৬টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App