×

জাতীয়

অ্যাপভিত্তিক পরিবহন সেবার নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৮, ০৩:০২ পিএম

অ্যাপভিত্তিক পরিবহন সেবার নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন
অ্যাপভিত্তিক পরিবহন সেবার নীতিমালার অনুমোদন দিয়েছে সরকার।সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘রাইড শেয়ারিং নীতিমালা-২০১৭’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দেশে ২০১৬ সালের ২২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অ্যাপ মাধ্যমে ট্যাক্সি সেবাদানকারী কোম্পানি উবার যাত্রা শুরু করে। বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথম যাত্রী হয়ে ঢাকায় উবার ট্যাক্সির চাকা ঘোরে।আর এর দু’দিন পর ২৪ নভেম্বর দেশে এর কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয় বিআরটিএ।নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বিআরটিএ তথা সরকারের অনুমোদন ছাড়া এই অনলাইন ট্যাক্সি সার্ভিস চালু করার কারণে সতর্ক করে দিয়ে এ হতে বিরত থাকতে বলা হয়। না হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলে বিআরটিএ।প্রযুক্তি মাধ্যমে এই সেবাকে সাধারণ মানুষ সাদরে গ্রহণ করায় বিআরটিএ’র এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর পরই এই সেবা নীতিমালার আওতায় আনতে কাজ শুরু করে সরকার।আর উবারের জনপ্রিয়তায় ঢাকায় অ্যাপ মাধ্যমে চলো, পাঠাও, আমার রাইড, মুভ, ইজিয়ারসহ অনেকগুলো পরিবহন সেবাই চলতে শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App