×

খেলা

ভারতকে টানছেন অধিনায়ক কোহলি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৮, ১০:১৫ পিএম

ভারতকে টানছেন অধিনায়ক কোহলি

ভারতকে টানছেন অধিনায়ক বিরাট কোহলি।তাঁর অপরাজিত ৮৫ রানের সুবাদে প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৮৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। প্রথম ইনিংস দক্ষিণ আফ্রিকা আল আউট হয়েছিল ৩৩৫ রানে। ফলে প্রথম ইনিংসে ভারত এখনও ১৮২ রানে পিছিয়ে, হাতে অবশ্য ৫ উইকেট।

শুরুটা খুবই বাজে হয়েছিল ভারতের। মাত্র ১০ রান করে আউট হন লোকেশ রাহুল।শূন্য হাতে ফিরলেন চেতেশ্বর পূজারা। এরপর ওপেনার মুরলী বিজয়ের সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরলেন অধিনায়ক বিরাট কোহালি। ১২৬ বল করে ৪৬ রান করে আউট হন মুরলী বিজয়।

রোহিত শর্মা এ ইনিংসেও রান পাননি। আউট হন ১০ রানে। এদের আসা যাওয়ার মধ্যেই ৬৮ বলে কোহলি তুলে নেন হাফ সেঞ্চুরি।

পার্থিব প্যাটেলের সঙ্গেও জুটিটা বড় হয়নি কোহলির। ১৯ রান করে ফিরেন প্যাটেল। দিন শেষে ৮৫ রানে অপরাজিত আছেন কোহলি। ১১ রানে ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ফিল্যান্ডার ছাড়া অন্য চার বোলার একটি করে উইকেট নেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৩৩৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ২৬৯। বিপজ্জনক হতে থাকা হাসিম আমলাকে রান আউট করেন পান্ডিয়া। শেষ ১ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার ৩টি উইকেট পড়ে যায়। তবে ভারতীয় বোলারদের উপর দাপট দেখাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ৬৩ রানে তাঁকে প্যাভিলিয়নের পথ দেখান ইশান্ত শর্মা।

ভারতের হয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইশান্ত শর্মা নিয়েছেন ৩টি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App