×

জাতীয়

বিএনপির মনোনয়ন ফরম নিলেন পাঁচজন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৮, ০৫:৪৩ পিএম

বিএনপির মনোনয়ন ফরম নিলেন পাঁচজন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনই পাঁচজন ফরম সংগ্রহ করেছেন। আজ রোববার দুপুরের দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

এর আগে রোববার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী কে হবেন, তা আগামীকাল সোমবার জানানো হবে। জোটগতভাবে এ নির্বাচনে প্রার্থী ঘোষণার জন্য আলোচনা চলছে বলেও জানান তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- ড. আসাদুজ্জামান রিপন, মেজর (অব.) আখতারুজ্জামান, এম এ কাইয়ুম, তাবিথ আউয়াল ও শাকিল ওয়াহেদ। সূত্র জানিয়েছে, ১০ হাজার টাকা দিয়ে প্রথমে বিএনপির সহপ্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ মনোনয়ন ফরম নেন। এরপর সাড়ে ১২টার দিকে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান মনোনয়ন ফরম নেন।

পরে বেলা পৌনে একটার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত মনোনয়ন ফরম নেন।

দুপুর ২টার দিকে মনোনয়ন ফরম নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

সর্বশেষ বেলা ২টা ৩০ মিনিটে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের গতবারের প্রার্থী তাবিথ আউয়াল মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App