তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছেন- স্বরাষ্ট্রমন্ত্রী

আগের সংবাদ

৩ বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে কে পাঠাচ্ছে রেডিও সংকেত!

পরের সংবাদ

বাংলাদেশে হিন্দি ভাষার ভবিষ্যৎ উজ্জ্বল: শ্রিংলা

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৮ , ৫:৫২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১১, ২০১৮ , ৫:৫২ অপরাহ্ণ

বাংলাদেশে অনেকেই হিন্দি সিরিয়াল ও সিনেমা দেখেন বলে এদেশে ভাষাটির ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হর্ষ বর্ধন শ্রিংলা এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের মানুষ হিন্দি ভাষা বুঝতে পারেন, তবে লিখতে বা পড়তে পারেন না।

হর্ষ বর্ধন শ্রিংলা আরও বলেন, যারা হিন্দি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য আধুনিক ভাষা ইনস্টিটিউটে হিন্দি বিভাগ বড় সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শিশির ভট্টাচার্যও অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়