প্রতিবন্ধী চরিত্রে কঙ্গনা

আগের সংবাদ

স্যামসাং বানাচ্ছে ১০০০ এফপিএস ক্যামেরা

পরের সংবাদ

লেনোভো আনল নতুন সিরিজের ট্যাব

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৮ , ৪:৫১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৯, ২০১৮ , ৪:৫১ অপরাহ্ণ

আরেকটি নতুন সিরিজের ট্যাবলেট বাজারে ছাড়ছে লেনোভো। ‘ট্যাব ৪’ নামের সিরিজটি ভারতের বাজারে উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা হচ্ছে।প্রাথমিকভাবে এই সিরিজের চারটি মডেলের ট্যাবলেট বাজারে ছাড়ছে লেনোভো। ট্যাব ৮ এবং ৮ প্লাস, ট্যাব ১০ প্লাসের দুটি সংস্করণ।ভারতে এখন ট্যাবগুলো ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে।মাল্টি ইউজার এবং মাল্টিপল কাজের জন্য ট্যাবগুলোতে রয়েছে আলাদা আলাদা ফিচার এবং দ্রুত লগইন করার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট।ট্যাব ৮ এর রয়েছে ৮ ইঞ্চির পর্দা, দুই জিবি র‍্যাব ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে ট্যাব ১০ এ রয়েছে ১০ ইঞ্চির পর্দা, সঙ্গে তিন জিবি র‍্যাম ও ১৬ জিবি রম।দুটো মডেলেই রয়েছে ১.৪ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন কোয়াড কোর প্রসেসর।অন্যদিকে ট্যাব ৮ প্লাস এবং ১০ প্লাসে রয়েছে ২.০ গিগাহার্জ কোয়ালকম অক্টাকোর প্রসেসর। যেখানে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল মেমোরি রয়েছে।সাধারণ ব্যবহারকারীদের জন্য ট্যাবগুলো ২০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দেবে বলে জানিয়েছে লেনোভো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়