×

অর্থনীতি

লোকসান কমেছে ইউনাইটেড এয়ারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৮, ০৪:২১ পিএম

লোকসান কমেছে ইউনাইটেড এয়ারের
শেয়ারবাজারে বহুল আলোচিত কোম্পানি ইউনাইটেড এয়ার ওয়েজের লোকসান ২০১৭ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আগের বছরের তুলনায় কমেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই জানিয়েছে, গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা, যা ২০১৬ সালের একই সময়ে ছিল ৯৭ পয়সা।
তবে লোকসানে থাকলেও আলোচিত এ কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো কিছুটা বেড়েছে। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫১ পয়সা। যা ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত সময়ে ছিল ১২ পয়সা। অপরদিকে এ সময়ে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ কমেছে। গত বছরের ৩১ মার্চ শেষে ইউনাইটেড এয়ারের শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৭ টাকা ৭৭ পয়সা। যা ২০১৬ সালের জুন মাস শেষে ছিল ৮ টাকা ৭৫ পয়সা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App