×

আন্তর্জাতিক

পাকিস্তানকে সব ধরনের সাহায্য বন্ধ করে দিবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৮, ১০:১৯ পিএম

পাকিস্তানকে সব ধরনের সাহায্য বন্ধ করে দিবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে একঘরে করতে একের পর এক কামান দাগছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। কখনও আর্থিক অনুদান বন্ধ, কখনোবা নিরাপত্তাজনিত সাহায্য প্রদান বন্ধ। পাশাপাশি ট্যুইটারেও চলছে পাকিস্তানকে টার্গেট করে একের পর এক মন্তব্য। ক্রমশ এমন আঘাতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান সরকারও। মিথ্যাবাদী বলার জন্য জবাবদিহিও করতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে। কিন্তু পিছু হটতে রাজি নয় মার্কিনিরা। বরঞ্চ পাকিস্তানকে নাস্তানাবুদ করতে সব ধরনের সাহায্যের হাত গুটিয়ে নিতে চাইছে তারা।

শুক্রবার এমনই এক ট্যুইট করে মার্কিন সিনেটর ব়্যান্ডাল হাওয়ার্ড পল জানান, কিছুক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই পাকিস্তানকে সাহায্য প্রদান বন্ধ করা উচিত। আর এই ট্যুইটের প্রত্যুত্তরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ ভাল আইডিয়া র‌্যান্ড!’

শুক্রবার একটি ভিডিও পোস্ট করে কেন্টাকির জুনিয়র সিনেটর ঘোষণা করেন, তিনি পার্লামেন্টে একটি বিল আনতে চলেছেন পাকিস্তানকে সকল ধরনের অনুদান বন্ধ করে দেওয়ার বিষয়ে। পাকিস্তানে যে অর্থ চলে গিয়েছে এই বিলের মাধ্যমে তা ফিরিয়ে নিয়ে এসে দেশে সড়ক-সেতু তৈরি করা হবে। অন্য দেশ তৈরির থেকে নিজের দেশের প্রতি নজর দেওয়া বেশি জরুরি বলে মত তাঁর।

পাশাপাশি এই ভিডিওতে ব়্যান্ড পাকিস্তানে সন্ত্রাসবাদের ইস্যুটিকেও তুলেছেন৷ তিনি বলেছেন, ‘যে দেশ যুক্তরাষ্ট্রের পতাকা জ্বালিয়ে দেশটির মৃত্যুর স্লোগান তোলে তাদের এক পেনি দিয়েও সাহায্য করা উচিত নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App