×

খেলা

ভুবেনেশ্বরের বোলিং তোপে দ. আফ্রিকা অলআউট ২৮৬

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ১০:০৬ পিএম

ভুবেনেশ্বরের বোলিং তোপে দ. আফ্রিকা অলআউট ২৮৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের প্রথম দিনটা ভালোই করলো সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে ২৮৬ রানে গুটিয়ে গেলে প্রোটিয়াবাহিনী৷ অল্পের জন্য ইনিংস পঞ্চমবার পাঁচ উইকেট হল না ভুবনেশ্বর কুমারের৷

ইনিংসের প্রথম পাঁচ ওভারে প্রোটিয়া টপ-অর্ডারের তিনটি উইকেট তুলে নিয়ে ধাক্কা দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার৷কিন্তু এবি ডি’ভিলিয়ার্স ও ফ্যাফ ডু’প্লেসির ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা৷কিন্তু এর পরও তিনশোর গণ্ডি টপকাতে পারল না দক্ষিণ আফ্রিকা৷ডি’ভিলিয়ার্স ও ডু’প্লেসি সেঞ্চুরি পার্টনারশিপ না-হলে দেড়শোর গণ্ডি টপকাতে পারত না প্রোটিয়ারা৷চতুর্থ উইকেটে দু’জনে ১১৪ রান যোগ করে ইনিংসের হাল ধরেন৷কুইন্ট ডি’কক ৪৩ ও কেশব মহারাজ ৩৫ রান করেন৷

এবিডি ৬৫ ও ডু’প্লেসি ৬২ রান করে প্যাভিলিয়নে ফেরেন৷জসপ্রীত বুমরাহ সহজ ডেলিভারি লাইন মিস করে বোল্ড হন ডি’ভিলিয়ার্স৷বুমরাহের প্রথম টেস্ট শিকার এবিডি৷এদিন টেস্ট অভিষেক হয় ভারতের ডানহাতি পেসারের৷আর হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পিছনে ক্যাচ গিয়ে আউট হন প্রোটিয়া ক্যাপ্টেন৷ম্যাচে পাঁচটি ক্যাচ নিয়ে নজর কাড়েন টিম ইন্ডিয়ার বাঙালি উইকেটকিপার ঋদ্ধিমান সাহা৷এ নিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইনিংসে দু’বার পাঁচটি ক্যাচ ঘরে নজির গড়লেন ঋদ্ধি৷২০১৬ ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে উইকেটের পিছনে গ্লাভস হাতে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন ঋদ্ধিমান৷

ইনিংসের প্রথম ওভারেই ভুবির সুইংয়ে স্কোরবোর্ডে কোনও রান যোগ না-করেই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন ডিন এলগার (০)৷নিজের পরের দু’ওভারের ভুবি তুলে নেন মার্করাম (৫) ও আমলাকে (৩)৷মাত্র ১২ রানে তিন উইকেট খুঁইয়ে ধুঁকছিল প্রোটিয়া ইনিংস৷কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেন ক্যাপ্টেন ডু’প্লেসি ও এবিডি’র৷‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ থিওরি প্রয়োগ করে প্রোটিয়া ইনিংসের হাল ধরেন প্রাক্তন ক্যাপ্টেন এবি৷দু’জনে হাফ-সেঞ্চুরি করলেও কেউ তিন রানের পৌঁছতে পারেননি৷

৮৭ রান দিয়ে চারটি উইকেট নেন ভুবি৷দু’টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷একটি কর উইকেট নিয়েছেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া৷শিখর ধাওয়ান দ্বিতীয় স্লিপে মহারাজের সহজ না-ফেললে এদিন পাঁচ উইকেট হয়ে যেত ভুবির৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App