×

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হলেও শীর্ষেই থাকবে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৮, ১২:১৬ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হলেও শীর্ষেই থাকবে ভারত
বর্তমানে ১২৪ পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। আর ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি ভারতকে হোয়াইটওয়াশ করে তাহলে দুই দলেরই পয়েন্ট হবে ১১৮। কিন্তু দশমিক পয়েন্ট হিসাবে এগিয়ে থাকবে ভারত। বিরাট কোহলিদের পয়েন্ট হবে ১১৮.৪৭। আর প্রোটিয়াদের পয়েন্ট হবে ১১৭.৫৩। অন্যদিকে, ভারত যদি দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে তাহলে ভারতের পয়েন্ট বেড়ে হবে ১২৮। আর দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কমে হবে ১০৭। টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে থেকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে নামবে ভারত। তিন ম্যাচের এই সিরিজে ভারত যদি তিন ম্যাচেই হেরে যায় তথা হোয়াইটওয়াশ হয় তাহলেও তারা র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে থাকবে। কিন্তু তাদের ছয় পয়েন্ট কমে যাবে। কেপটাউনে আগামী ৫ জানুয়ারি শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী ১৩ জানুয়ারি। জোহানেসবার্গে আগামী ২৪ জানুয়ারি শুরু হবে সিরিজের শেষ ম্যাচ। টেস্ট সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে ছয়টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App