×

বিনোদন

চলচ্চিত্র পরিচালনা করেছেন গায়ক অরিজিৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৮, ০৩:৪৮ পিএম

চলচ্চিত্র পরিচালনা করেছেন গায়ক অরিজিৎ
সুরের মূর্ছনায় ও কণ্ঠের জাদুতে গোটা ভারতকে মাতিয়ে রেখেছেন অরিজিৎ সিং। তাঁর গান চলচ্চিত্রে যোগ করে বিশেষ মাত্রা। চলচ্চিত্রের জন্য গান গাওয়া মানুষটি সম্প্রতি একটি বাংলা ছবি পরিচালনা করেছেন। সে চলচ্চিত্রের কাহিনী ও পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে তিনি কথা বলেছেন মুম্বাই মিররের সঙ্গে। তাঁর আসন্ন মিউজিক্যাল ট্যুরের ব্যাপারেও খোলামেলা কথা বলেছেন তিনি। মুম্বাই মিররের খবরে প্রকাশ, পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে অরিজিৎ সিংয়ের ছবির পটভূমি। বাংলাদেশের জন্মের সময় পশ্চিমবঙ্গে শরণার্থীদের ঢল-পরবর্তী চিত্র তুলে ধরা হয়েছে এই গল্পে। ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে লালু নামের একটি ছোট বালককে নিয়ে। যার জন্মের পর বাবা পরিবারসহ তাকে ফেলে চলে যায়। লালুকে তার বন্ধুর সঙ্গে দূরে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সে ভারতের শাস্ত্রীয়সংগীতে দীক্ষা লাভ করে এবং ধীরে ধীরে সে তার গানের প্রতিভায় শান দিতে থাকে। এর মাধ্যমে সে গানের অন্যান্য শাখা সম্পর্কেও জানতে শুরু করে। পাশাপাশি সে সংস্কৃতি, ধর্ম, ও শহর-গ্রামের পার্থক্যও বুঝতে শিখে। ছবির সম্পাদনায় ছিলেন সপ্তর্ষি মণ্ডল ও বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়। অরিজিতের সঙ্গে যৌথভাবে ছবির কাহিনী লিখেছিলেন তাঁর স্ত্রী কোয়েল। তাহলে কি ভবিষ্যতে অরিজিৎকে পুরোদস্তুর পরিচালক হিসেবে দেখা যাবে? মুম্বাই মিররকে অরিজিৎ বলেন, ‘না, একদমই না। চলচ্চিত্র আমার কাছে নিজের জন্য একটি পরীক্ষা। পরিচালনা ব্যাপারটাকে আমি এভাবেই দেখি।’ বর্তমানে নিজের প্রথম মিউজিক্যাল ট্যুর নিয়ে ব্যস্ত রয়েছেন অরিজিৎ। এই ট্যুরে তাঁর পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এমটিভি। ভারতের প্রায় ১০টি বড় শহরে গান গাইবেন তিনি। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মিউজিক্যাল ট্যুরের শুরুটা হচ্ছে পুনেতে। এরপর চণ্ডীগড় ও মুম্বাইয়ে যাওয়ার কথা রয়েছে অরিজিতের। এ প্রসঙ্গে অরিজিৎ বলেন, ‘এটা আমার এ পর্যন্ত করা সবচেয়ে বড় শো। গান তৈরি, টেকনিক্যাল টিম কঠোর পরিশ্রম করছে, সবকিছু যাতে ঠিকঠাকভাবে সম্পন্ন হয়। যদি আমরা এটা করতে পারি, তাহলে অসাধারণ একটা অভিজ্ঞতা হবে।’ এ বছর এন্না সোনা (ওকে জানু), জালিমা (রইস), রোখে না রুখে ন্যায়নার (বদ্রিনাথ কি দুলহানিয়া)  মতো বেশ কিছু হিট গান গেয়েছেন তিনি। তবে অরিজিৎ সিংয়ের মতে, এ বছর তাঁর গাওয়া সেরা গান হচ্ছে সফর (যাব হ্যারি মেট সেজাল)। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এই গানটা আমার সঙ্গে যায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App