×

জাতীয়

৬০ বছর কারাদণ্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৮, ১০:৪৪ পিএম

৬০ বছর কারাদণ্ড

চট্টগ্রামে এক নারীকে অপহরনের পর ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম প্রকাশ মামুন নামে এক ব্যক্তিকে ৬০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহের আলী এ রায় দেন।

একই মামলার রায়ে জহিরুল ইসলাম নামের অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুজনই পলাতক রয়েছে। আদালতের পাবলিক প্রসিকিউটর এম এ নাসের চৌধূরী রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২০ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং থানার ঈদগাহ কাঁচাবাজার এলাকায় পোশাক কারখানায় চাকরিপ্রার্থী এক নারীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় আসামিরা। পরে তাকে নেশাদ্রব্য খাইয়ে প্রথমে রফিকুল ইসলাম ও পরে জহিরুল ধর্ষণ করে।

এই ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত রফিকুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ও ৯ (১) ধারায় দুইবার যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর হওয়ায় তার শাস্তির মেয়াদ ৬০ বছল হয়েছে।মামলার অপর আসামি জহিরুলকে ৯ (১) ধারায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App