×

জাতীয়

আদালতে পৌছেছেন খালেদা জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৮, ১২:৩৫ পিএম

আদালতে পৌছেছেন খালেদা জিয়া
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের পৌছেছেন। বুধবার সকাল ১১টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে ১১টা ৪০মিনিটে বকশিবাজার বিশেষ আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপরসন। এরপর রাষ্টপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে ষষ্ঠ দিনের মত অরফানেজ ট্রাস্ট মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী যুক্তিতর্ক উপস্থাপন করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ বুধ ও বৃহস্পতিবার (৩ ও ৪ জানুয়ারি) দিন ধার্য করেছিলেন আদালত। এর আগে ১৯ ডিসেম্বর এ মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়। রাষ্ট্রপক্ষ ১৯ ডিসেম্বর তাদের যুক্তি উপস্থাপন শেষ করে খালেদার সর্বোচ্চ শাস্তির আবেদন করেন। ২০ ডিসেম্বর খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। ওইদিন শেষ না হওয়ায় ২১ ডিসেম্বর পরবর্তী যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। ২১ ডিসেম্বর খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আদালত। ওইদিনও শেষ না হওয়ায় ৩ ও ৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App