×

জাতীয়

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৮, ০৪:১১ পিএম

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সমাবেশস্থলে দু'টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চত্বরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এরপর আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থান নিয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশ উপলক্ষে সকাল ১০টা থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি গলমাধ্যমকে জানান, সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেটের মধ্যে চত্বরে পর পর দু'টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় বেশির ভাগ নেতাকর্মী ইনস্টিটিউট মিলনায়তনের ভেতরে ছিলেন। ঘটনাস্থলে থাকা শাহবাগ থানার এসআই দিদার বলেন, বাইরে থেকে দু'টি ককটেল ছুড়ে মারা হয়। এ সময় আমরা ইনস্টিটিউট মিলনায়তনের ভেতরে ছিলাম। এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কে বা কারা ককটেল ছুড়েছে তা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App