×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত দূতকে তলব করেছে ফিলিস্তিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৮, ০১:১১ পিএম

যুক্তরাষ্ট্রে নিযুক্ত দূতকে তলব করেছে ফিলিস্তিন
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিস্তিনি দূতকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার কয়েক সপ্তাহ পর ফিলিস্তিন তাদের দূতকে ডেকে পাঠালো। ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) দূত হুসাম জমলতকে ডেকে পাঠিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা। ট্রাম্পের ঘোষণার প্রথম থেকেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলে আসছেন, যুক্তরাষ্ট্রের কোনো ধরনের শান্তি পরিকল্পনা তিনি গ্রহণ করবেন না। গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের নির্দেশ দেন। এদিকে, তার এ ঘোষণার পরই গাজায় প্রতিরোধ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। ট্রাম্পের এ ঘোষণা এখন ইসরায়েল-ফিলিস্তিনি দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ দেশ যুক্তরাষ্ট্রের ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। রোববার মাহমুদ আব্বাস জেরুজালেমকে ‘ফিলিস্তিনি জনগণের চিরদিনের রাজধানী’ বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম এবং চূড়ান্ত শান্তি আলোচনায় বিষয়টি নিষ্পত্তি হবে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং তখন থেকে তাদের অখণ্ড সার্বভৌম রাজধানী হিসেবে দাবি করে আসছে। তবে জেরুজালেমের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এবং অন্যান্য দেশ তেল আবিবে তাদের দূতাবাস স্থাপন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App