×

খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-উইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৮, ০৯:৩৯ পিএম

বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-উইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। অবশ্য বৃষ্টির কারণে ম্যাচ শুরু করতে ২০ মিনিট দেরি হয়। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে কলিন মানরোর ২৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় করা ৬৬ রানের ইনিংসে ভর করে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। এরপর আবারো বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে এরপর আর ম্যাচটি শুরু করা যায়নি। ফলে পরিত্যক্ত হয় নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। ম্যাচটি পরিত্যক্ত হলেও ১৮ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন কলিন মানরো। যেটি টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম ফিফটি। সব মিলিয়ে যৌথভাবে চতুর্থ দ্রুততম। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি জেতায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে কিউইরা। ৩ জানুয়ারি বুধবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App