×

আন্তর্জাতিক

পাকিস্তানে সাহায্য বন্ধের ঘোষণা ট্রাম্পের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৮, ১০:১৪ পিএম

পাকিস্তানে সাহায্য বন্ধের ঘোষণা ট্রাম্পের
দীর্ঘদিনের মিত্রদেশ পাকিস্তানের তীব্র সমালোচনা দিয়ে নতুন বছরটি শুরু করেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আর কোনো মার্কিন সাহায্য তারা পাবে না। আফগানিস্তানে মার্কিন বাহিনী যেসব সন্ত্রাসীর সঙ্গে লড়ছে পাকিস্তান তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং মিথ্যা কথা বলছে বলে ট্রাম্প সোমবার অভিযোগ করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ১৫ বছর ধরে বোকার মত পাকিস্তানে ৩ হাজার ৩শ কোটি ডলারের বেশি অর্থ সাহায্য দিয়ে এসেছে। বিনিময়ে পায়নি কিছুই। তারা আমাদের নেতাদেরকে বোকা ভেবে মিথ্যা বলেছে, প্রতারণা করে গেছে। তাদের আর সাহায্য দেওয়া হবে না।” ট্রাম্প কি কারণে পাকিস্তানের ওপর এমন চড়াও হলেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে ইসলামাবাদ জঙ্গি মোকবেলায় কাঙ্খিত ব্যবস্থা নিচ্ছে না বলে তিনি অনেকদিন থেকেই অভিযোগ করে আসছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App