×

আন্তর্জাতিক

নতুন বছরে গাঁজা বৈধ হল ক্যালিফোর্নিয়ায়

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৮, ০৮:৪৪ পিএম

নতুন বছরে গাঁজা বৈধ হল ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ১ জানুয়ারি ২০১৮ থেকে বিনোদনের জন্য গাঁজা বৈধ হচ্ছে। ২১ বছরের বেশি বয়সীরা এখন থেকে ২৮ গ্রাম পরিমাণ গাঁজা সঙ্গে রাখতে পারবেন। এমনকি বাড়িতেও ছয়টি পর্যন্ত গাঁজা গাছ লাগাতে পারবেন।

তবে গার্জা বিরোধীরা বলছেন, এর ফলে গাঁজায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো বেড়ে যাবে। মাদকাসক্ত হতে শুরু করবে তরুণরা।

ওদিকে, গাঁজা ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক বছরে এ থেকে শত শত কোটি ডলারের শিল্প গড়ে ওঠার ব্যাপারে তারা আশাবাদী।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই ক্যালিফোর্নিয়ায় গাঁজা বৈধ করার প্রশ্নে অনুষ্ঠিত ভোটে জনগণ এর বৈধতার পক্ষে রায় দেয়।

তারপর থেকেই গাঁজা সংক্রান্ত নিয়মকানুন এবং কর কাঠামো তৈরির কাজ চলছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App