×

খেলা

ম্যানসিটিকে জিততে দেয়নি ক্রিস্টাল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:১৩ পিএম

২২ আগস্ট এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। এরপর টানা ১৮ ম্যাচে জয় তুলে নিয়ে রীতিমতো উড়ছিল সিটি। উড়ন্ত সিটিকে আজ রোববার ভড়কে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। পুরোদস্তুর রক্ষণাত্মক খেলে তারা ম্যানসিটির ৩ পয়েন্টে ভাগ বসিয়েছে। বাধ্য করেছে গোলশূন্য ড্র করতে। অবশ্য পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত ক্রিস্টাল। ম্যানসিটিকে দিতে পারত মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ। কিন্তু পেনাল্টি থেকে নিশ্চিত গোলের সুযোগ মিস করায় সেটা আর হয়নি। ম্যাচের ৯০ মিনিটে পেনাল্টি পেয়েছিল ক্রিস্টাল। এ সময় ডি বক্সে মধ্যে রহিল স্টার্লিং ক্রিস্টালের উইলফ্রেড জাহাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ক্রিস্টালের লুকা মলিভোজেভিকের নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন ম্যানসিটির গোলরক্ষক এন্ডারসন। জোরালো শট পা দিয়ে ফিরিয়ে দেন তিনি। তাতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় পেপ গার্দিওলার শিষ্যরা। ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ভালোভাবেই অক্ষুন্ন রয়েছে ম্যানসিটির। ২১ ম্যাচের ১৯টিতে জিতে ও ২টিতে ড্র করে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানসিটি। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে রয়েছে গার্দিওলার দল। সমান ম্যাচ থেকে মাত্র ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে আছে ক্রিস্টাল প্যালেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App