×

জাতীয়

প্রধান শিক্ষকরা বিদ্যালয় গঠনের রূপকার: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৭, ০৬:৩৫ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, একজন প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের রূপকার। তিনি বলেন, ‘বেতন ভাতা বৃদ্ধির জন্য যুগ-যুগ আন্দোলন চলেছে। বেতন নিয়ে কেউ সন্তুষ্ট আবার কেউ সন্তুষ্ট নয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে’। রবিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের মান বলতে শুধু পড়াশোনা নয়। উঠা-বসা, চলা-ফেরা, আদব-কায়দাসহ সমস্ত কিছুতে একজন শিক্ষার্থী পরিপূর্ণতা পায় সেজন্য বিদ্যালয়টি আমাদের একটি উদাহরণ। সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই বাইমহাটী বিদ্যালয়কে অনুসরণ করতে হবে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App