×

বিনোদন

২০০৭ সালের ৬৩ ছবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৭, ০১:৩৩ পিএম

ব্যবসায়িক বিপর্যয়ের বছর ২০১৭। মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ৫৬। আমদানি হয়েছে ৭টি ভারতীয় বাংলা ছবি। লাভের মুখ দেখেছে ‘নবাব’ এবং ‘ঢাকা অ্যাটাক’। দুয়েকটি ছবি পুঁজি ফেরত পেয়েছে। বাকিগুলো লোকসান গুনেছে। সিনেমা হলে যেমন সংকট ছিল ছবির, তেমনই বহু ছবি পায়নি কাক্সিক্ষত সিনেমা হলও। সেগুলোর টিভি প্রিমিয়ার হয়েছে কিংবা গুটিকয়েক সিনেমা হলে মুক্তি পেয়েছে। দর্শকের অভাবে বন্ধ হয়েছে সিনেমা হলও। মূলত ছবির মানের অভাবেই ব্যবসায় এমন মন্দাভাব।

মুক্তিপ্রাপ্ত ৬৩টি ছবির তালিকা থাকল পাঠকদের জন্য

১. মাস্তান পুলিশ (রকিবুল আলম রকিব) রিলিজ ৬ জানুয়ারি ২. কত স্বপ্ন কত আশা (ওয়াকিল আহমেদ) রিলিজ ১৩ জানুয়ারি ৩. রিনা ব্রাউন (শামিম আখতার) রিলিজ ১৩ জানুয়ারি ৪. তুখোড় (মিজানুর রহমান লাবু) রিলিজ ২০ জানুয়ারি ৫. যে গল্পে ভালোবাসা নেই (রয়েল খান) রিলিজ ২০ জানুয়ারি ৬. ভালোবাসা এমনই হয় (তানিয়া আহমেদ) রিলিজ ২৭ জানুয়ারি ৭. মায়াবিনী (আকাশ আচার্য) রিলিজ ৩ ফেব্রæয়ারি ৮. প্রেমী ও প্রেমী (জাকির হোসেন রাজু) রিলিজ ১০ ফেব্রæয়ারি ৯. শেষ চুম্বন (মুনতাহিদুল লিটন) রিলিজ ২৪ ফেব্রæয়ারি ১০. সত্যিকারের মানুষ (বদরুল আমিন) রিলিজ ২৪ ফেব্রæয়ারি ১১. মিসডকল (সাফিউদ্দিন সাফি) রিলিজ ৩ মার্চ ১২. ভুবন মাঝি (ফখরুল আরেফিন) রিলিজ ৩ মার্চ ১৩. মেয়েটি এখন কোথায় যাবে (নাদের চৌধুরী) রিলিজ ১০ মার্চ ১৪. ভালোবাসা ষোলোআনা (মনির হোসেন মিঠু) রিলিজ ১৭ মার্চ ১৫. তোমাকে চাই (পরিচালক-রাজীব কুমার, আমদানি ছবি) রিলিজ ১৭ মার্চ ১৬. ক্রাইম রোড (সায়মন তারিক) রিলিজ ২৪ মার্চ ১৭. শূন্য (বন্ধন বিশ্বাস) রিলিজ ২৪ মার্চ ১৮. নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার (মিজানুর রহমান লাবু) রিলিজ ৩১ মার্চ ১৯. সুলতানা বিবিয়ানা (হিমেল আশরাফ) রিলিজ ৩১ মার্চ ২০. হঠাৎ দেখা (রেশমি মিত্র, ইমপ্রেস) রিলিজ ৩১ মার্চ ২১. সত্তা (হাসিবুর রেজা কল্লোল) রিলিজ ৭ এপ্রিল ২২. হরিপদ ব্যান্ডওয়ালা (আমদানি-পরিচালক পথিকৃৎ বসু) রিলিজ ৭ এপ্রিল ২৩. ধেৎতেরিকি (শামীম আহমেদ রনী) রিলিজ ১৪ এপ্রিল ২৪. তুই আমার (সজল আহমেদ) রিলিজ ২১ এপ্রিল ২৫. আপন মানুষ (শাহ আলম মÐল) রিলিজ ২৮ এপ্রিল ২৬. ওয়ান (আমদানি, পরিচালক-বিরসা দাসগুপ্ত) রিলিজ ৫ মে ২৭. পরবাসিনী (স্বপন আহমেদ) রিলিজ ৫ মে ২৮. তুমি রবে নীরবে (মাহবুবা ইসলাম সুমী) রিলিজ ৫ মে ২৯. মিলন সেতু (মিজানুর রহমান) রিলিজ ১২ মে ৩০. রাজনীতি (বুলবুল বিশ্বাস) রিলিজ ঈদুল ফিতর ২৬ জুন ৩১. ড্রেসিং টেবিল (আবু সাইয়ীদ) রিলিজ ঈদুল ফিতর ২৬ জুন প্রিমিয়ার ৩২. নবাব (জয়দ্বীপ মুখার্জি) রিলিজ ঈদুল ফিতর ২৬ জুন ৩৩. বস টু (বাবা যাদব) রিলিজ ঈদুল ফিতর ২৬ জুন ৩৪. মধু হই হই বিষ খাওয়াইলা (জসিম উদ্দিন জাকির) রিলিজ ২৮ জুলাই ৩৫. গ্রাস (মারিয়া তুষার) রিলিজ ২৮ জুলাই ৩৬. ভয়ঙ্কর সুন্দর (অনিমেষ আইচ) রিলিজ ৪ আগস্ট ৩৭. মার ছক্কা (মঈন বিশ্বাস) রিলিজ ১১ আগস্ট ৩৮. রাইয়ান (মাশরুর পারভেজ ওরফে ইউল রাইয়ান) রিলিজ ১১ আগস্ট ৩৯. এক পলকের দেখা (এ আর রহমান) রিলিজ ১৮ আগস্ট ৪০. রংবাজ (আবদুল মান্নান) রিলিজ ঈদুল আজহা ২ সেপ্টেম্বর ৪১. অহঙ্কার (শাহাদৎ হোসেন লিটন) রিলিজ ঈদুল আজহা ২ সেপ্টেম্বর ৪২. সোনাবন্ধু (জাহাঙ্গীর আলম সুমন) রিলিজ ঈদুল আজহা ২ সেপ্টেম্বর ৪৩. শেষ কথা (সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড) রিলিজ ঈদুল আজহা ২ সেপ্টেম্বর প্রিমিয়ার ৪৪. টু বি কন্টিনিউড (ইফতেখার আহমেদ ফাহমি) রিলিজ ঈদুল আজহা ২ সেপ্টেম্বর প্রিমিয়ার ৪৫. পোস্ত (নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি-আমদানি) রিলিজ ২২ সেপ্টেম্বর ৪৬. খাঁচা (আকরাম খান) রিলিজ ২২ সেপ্টেম্বর ৪৭. ষোলোআনা প্রেম (আলী আজাদ) রিলিজ ২৯ সেপ্টেম্বর ৪৮. ঢাকা অ্যাটাক (দীপঙ্কর দীপন) রিলিজ ৬ অক্টোবর ৪৯. দুলাভাই জিন্দাবাদ (মনতাজুর রহমান আকবর) রিলিজ ২০ অক্টোবর ৫০. ডুব (মোস্তফা সরয়ার ফারুকী) রিলিজ ২৭ অক্টোবর ৫১. কপালের লিখন (জুয়েল ফারসি) রিলিজ ৪ নভেম্বর ৫২. গেইম রিটানর্স (রয়েল খান) রিলিজ ৪ নভেম্বর ৫৩. খাসজমিন (সরোয়ার হোসেন) রিলিজ ১১ নভেম্বর ৫৪. বলো দুগ্গা মাঈকি (রাজ চক্রবর্তী, আমদানি) রিলিজ ১৮ নভেম্বর ৫৫. ইয়েতি অভিযান (সৃজিত মুখার্জি, আমদানি) রিলিজ ২৫ নভেম্বর ৫৬. ছিটকিনি (সাজেদুল আওয়াল) রিলিজ ২৫ নভেম্বর ৫৭. হালদা (তৌকির আহমেদ) রিলিজ ১ ডিসেম্বর ৫৮. চল পালাই (দেবাশীষ বিশ্বাস) রিলিজ ৮ ডিসেম্বর ৫৯. ককপিট (কমলেশ্বর মুখোপাধ্যায়, আমদানি) রিলিজ ৮ ডিসেম্বর ৬০. অন্তর জ্বালা (মালেক আফসারী) রিলিজ ১৫ ডিসেম্বর ৬১. ইনোসেন্ট লাভ (অপূর্ব রানা) রিলিজ ২২ ডিসেম্বর ৬২. আঁখি ও তার বন্ধুরা (মোরশেদুল ইসলাম) রিলিজ ২২ ডিসেম্বর ৬৩. গহীন বালুচর (বদরুল আনাম সৌদ) রিলিজ ২৯ ডিসেম্বর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App