×

আন্তর্জাতিক

জনগণকে ‘অবৈধ জমায়েত’ এড়িয়ে চলতে বলেছে ইরান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৭, ১০:৫৩ পিএম

জনগণকে ‘অবৈধ জমায়েত’ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশজুড়ে দুদিন আগে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শনিবার এ আদেশ জারি করেছে মন্ত্রণালয়। দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিপুল সংখ্যক লোককে আটক করা হয়েছে। তবে এরপরেও তেহরান বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু এলাকায় লোকজন জড়ো হওয়ার চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আব্দলরেজা রহমানি ফাজলি শনিবার বলেছেন, ‘এ ধরণের অবৈধ সমাবেশে যোগ দিবেন না, যেহেতু তারা তাদের নিজেদের এবং অন্যান্য নাগরিকদের জন্য সমস্যার সৃষ্টি করবে।’ ইরান সরকার অবশ্য এ ধরণের বিক্ষোভের জন্য বিদেশি শক্তি ও তাদের এজেন্টদের অভিযুক্ত করছে। এদিকে ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্ব ইরানের প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য রাখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘সুবিধাবাধী ও প্রতারণামূলক’ বলে আখ্যা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App