×

বিনোদন

গানের ভুবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৭, ০৫:১৩ পিএম

বদলে গেছে সময়, বদলে গেছে গান প্রকাশ ও শোনার ধরন। শিল্পীরা এখন গান প্রকাশ করছেন ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে। অডিও বাজার এখন মুখ থুবড়ে পড়েছে। গানের সঙ্গে এখন ভিডিও যেন হয়ে উঠেছে অপরিহার্য। তাই শিল্পীরাও গান প্রকাশের সঙ্গে নির্মাণ করছেন গø্যামারাস মিউজিক ভিডিও। কখনো কখনো শিল্পীরা নিজেরাই মডেল হয়ে নাচে-গানে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। সময়ের এই বিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন অনেকে। চলতি বছরে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচুর গান প্রকাশ হয়েছে। তবে জনপ্রিয় গানের সংখ্যা হাতেগোনা কয়েকটি। আবার ডিজিটাল মার্কেটিং যারা ভালো বুঝেন তারা ইউটিউবে গান হিট করানোর জন্য নানারকম আইডিয়া আবিষ্কার করছেন। নতুন বছরকে স্বাগত জানানোর আগে একটু ফিরে দেখা যাক সঙ্গীতাঙ্গন। সঙ্গীতাঙ্গনে আলোচিত গান-ভিডিও ইন্টারনেট দুনিয়ায় এ বছর আলোচনা ছড়িয়েছে চিরকুট ব্যান্ডের ‘আহারে জীবন’ গানটি। ডুব সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছে। এছাড়া মতিন চৌধুরীর ‘টিকাটুলী’ গানটি ঢাকা অ্যাটাক সিনেমায় নতুন করে সঙ্গীতায়োজন করা হয়েছে। এই গানটিও আলোচিত হয়েছে। আলোচিত গানের মধ্যে আরো রয়েছে বেয়াইনসাব, তাই তোমার খেয়াল, কারণে অকারণে, না জানি কোনো অপরাধে, ঘুম, বউ এনে দে, আবার, আমার ইচ্ছে কোথায়। আলোচিত মিউজিক ভিডিওর মধ্যে রয়েছেÑ কন্যারে, মন খারাপের দেশে, দেয়ালে দেয়ালে, ধোঁয়া, আবার, আগুন, বেয়াইন সাব, খামোখাই ভালোবাসি, না বলা কথা, কি করে তোকে বোঝায়, উৎসবের বাংলাদেশ, জাদুকর, লিজেন্ড, নেশা, সাদা আর লাল, চলো না হারাই, বাংলা ড্যান্স, একলা পাখি। এই মিউজিক ভিডিওগুলোর বেশিরভাগই ইউটিউবে ৫০ লাখেরও বেশি ভিউয়ার দেখেছেন। ব্যান্ডে ভাঙন ৩৬ বছরের পুরনো ব্যান্ড মাইলসে লেগেছে ভাঙনের ঢেউ। মাইলসের দ্ব›েদ্বর বিষয়টি শুরু হয় এ বছরের এপ্রিলে। শাফিনকে ছাড়া গত কয়েক মাসে একাধিক কনসার্টে অংশ নিয়েছে মাইলস। এদিকে গত ১৫ নভেম্বর মাইলস ব্যান্ডকে নিজস্ব সম্পত্তি হিসেবে কোম্পানি আইনে নিবন্ধন করেছেন শাফিন। মূলত অর্থনৈতিক দ্ব›েদ্বর রেশ ধরেই এই ভাঙন বলে জানা গেছে। গত ৬ অক্টোবর শিরোনামহীন ব্যান্ডের ভোকালিস্ট তানযীর তুহীন ব্যান্ড থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এরপর শেখ ইশতিয়াক নামের নতুন একজনকে নিয়ে শিরোনামহীন নতুন লাইন আপ সাজায়। এদিকে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ‘আভাস’ নামের নতুন ব্যান্ড করার ঘোষণা দেন তানযীর তুহীন। ‘আভাস’ ব্যান্ডের পাঁচ সদস্যের তিনজনই ব্যান্ড অবসকিওরের সঙ্গে যুক্ত। এদিকে বিষয়টিকে ভালোভাবে নেই নি অবসকিওর। আভাস-এ যোগ দেয়া তিনজনকে অবসকিওর থেকে বহিষ্কার করা হয়েছে। ১৯৮৪ সাল থেকে ব্যান্ড ওয়ারফেইজের গিটার কাঁধে নিয়ে মঞ্চ মাতিয়েছেন ইব্রাহিম আহমেদ কমল। গত ২০ ডিসেম্বর শারীরিক অসুস্থতার জন্য ব্যান্ড থেকে সরে যাওয়ার ঘোষণা দেন কমল। ব্যক্তিগত কারণ দেখিয়ে জলের গান ছেড়েছেন কনক আদিত্য। সঙ্গীতাঙ্গনে নিভে যাওয়া ধ্রæবতারা এ বছর সঙ্গীতাঙ্গন হারিয়েছে বেশ কয়েকজন গুণী সঙ্গীত ব্যক্তিত্বকে। তাদের মধ্যে রয়েছেনÑ সঙ্গীতকার সুধীন দাশ, সঙ্গীত গবেষক ড. করুণাময় গোস্বামী, সঙ্গীতশিল্পী আবদুল জব্বার, বারী সিদ্দিকী ও লাকী আখন্দ। একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক ড. করুণাময় গোস্বামী ৩০ জুন মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। এ বছরের ২৭ জুন মৃত্যুবরণ করেন সঙ্গীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশ। তিনি গান গাওয়ার পাশাপাশি সুর করেছেন, সঙ্গীত পরিচালনা করেছে সঙ্গীত নিয়ে করেছেন গবেষণা। কাজী নজরুল ইসলামের গানের স্বরলিপি তৈরি করেছেন তিনি। একুশে পদক পাওয়া এই শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর। ৩০ আগস্ট না ফেরার দেশে চলে যান স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী আবদুল জব্বার। ২১ এপ্রিল না ফেরার দেশে চলে যান বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক লাকী আখন্দ। লোকগানের প্রখ্যাত শিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী চিরবিদায় নেন ২৪ নভেম্বর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App