×

জাতীয়

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৭, ১২:৩২ পিএম

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের মোট ২৮৩টি কেন্দ্রে একযোগে শুক্রবার সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা শেষ হয়। এদিকে, এই পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার তৎপরতা লক্ষ করা গেছে। পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগ নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ জিনিসপত্র পাওয়া গেলে পিএসসি অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে বলে জানানো হয়। বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার নিষিদ্ধ থাকবে। সময় জানানোর জন্য পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হয়। ড. মোহাম্মদ সাদিক জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রথাগতভাবে যত ব্যবস্থা নেয়ার দরকার হয়, তার সব ব্যবস্থাই নেয়া হয়। ড. মোহাম্মদ সাদিক অারো বলেন, আমরা সরেজমিন দেখছি, সরকারের সকল মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সব এজেন্সি সহ সবার সহযোগিতা পেয়েছি। প্রসঙ্গত, ২৪টি ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App