×

জাতীয়

রাজধানীতে চীনা ভেজাল ওষুধ বিক্রির দায়ে আটক ৩

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৭, ০৬:২৮ পিএম

চীনের তৈরি এন্টি ক্যান্সার ড্রাগসহ বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁতী বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের আটক করে। আজ দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী, নিখিল রাজবংশী ও মো. সাইদ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তাঁতী বাজার এলাকায় একটি গোডাউন থেকে ২১ হাজার পাতা ওষুধ জব্দ করা হয়। এছাড়া তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা জব্দ করা হয়।

সিআইডি জানায়, দেশীয় বিভিন্ন বিখ্যাত ওষুধ কোম্পানি অভিযোগ করে, কে বা কারা তাদের তৈরিকৃত ওষুধের হুবহু নকল ওষুধ বাজারে ছাড়ছে। যা দেখতে হুবহু হলেও কার্যকরী কোনো উপাদান নাই। এতে করে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে পাশাপাশি জনগণের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরে অনুসন্ধান শুরু করে সিআইডি। দীর্ঘ দেড় মাস গোপন অনুসন্ধান করে মুল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App