×

খেলা

ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৭, ০২:১৭ পিএম

অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে লন্ডনের আরেক ক্লাব ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়েছেন ওয়েঙ্গারের শিষ্যরা। আর এই ম্যাচেই ওয়েঙ্গার স্পর্শ করলেন কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচে দায়িত্ব পালন করার রেকর্ড ওয়েঙ্গার ১৯৯৬ সালের অক্টোবরে যোগ দিয়েছিলেন আর্সেনালে। এরপর অনেক পরিবর্তনই এসেছে ক্লাবটিতে, কিন্তু ম্যানেজার হিসেবে তার কোন নড়ন-চড়ন হয়নি। এবার তিনি ছুঁয়ে ফেললেন ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) কোন দলের কোচ হিসেবে সর্বোচ্চ ৮১০ ম্যাচে দায়িত্ব পালন করার রেকর্ড, যা ছিল কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের। 'লন্ডন ডার্বি'তে প্রভাব বিস্তার করেই খেলেছে আর্সেনাল। প্যালেসের ঘরের মাঠ সেলহার্স্ট পার্কে ২৫ মিনিটে গানারদের এগিয়ে দেন স্কোদরান মোস্তাফি। ফরাসি স্ট্রাইকার লাকাজেতের শট প্যালেস গোলকিপার হুলিয়ান স্পেরোনি ফিরিয়ে দিলে ফিরতি শট থেকে গোল করেন আর্সেনালের জার্মান ডিফেন্ডার মোস্তাফি। এরপর কিছু সুযোগ পেলেও ওয়েঙ্গারের শিষ্যরা তা কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান প্যালেসের ইংলিশ মিডফিল্ডার আন্দ্রোস টাউনসেন্ড। অবশ্য এর ১৩ মিনিট পরই ব্যবধান বাড়ান আর্সেনালের চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। ডি-বক্সের ভেতর লাকাজেতের বাড়ানো বল থেকে গোল করেন তিনি। ম্যাচের ৬৬ মিনিটে ইংলিশ মিডফিল্ডার জ্যাক উইলশেয়ারের দারুণ এক থ্রু পাস থেকে আবার গোল করেন সানচেজ। দলকে ৩-১ গোলে এগিয়ে দিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন তিনি। ৮৯ মিনিটে প্যালেস একটি গোল পরিশোধ করলেও ম্যাচে আর ফেরা হয়নি তাদের। গোলটি করেছেন জেমস টমকিন্স। ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই নিয়ে তারা ১২০টি লন্ডন ডার্বি জিতেছে। অন্য কোন দলেরই নেই এত লন্ডন ডার্বি জয়ের রেকর্ড। এই জয়ে ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App