×

বিনোদন

কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৭, ১০:১০ পিএম

নতুন বছরের শুরুতেই কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশের নির্মিত ৪০টি চলচ্চিত্র নিয়ে ৪ দিনব্যাপী এ উৎসব শুরু হবে আগামী ৫ জানুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোরশেদুল ইসলাম। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন আয়োজিত এ উৎসবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে। তবে প্রদর্শিত হবে বাংলাদেশে নির্মিত সাম্প্রতিক অন্যান্য চলচ্চিত্রগুলোও। আগামী ৫ জানুয়ারি কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কলকাতার নন্দনের দুটি প্রেক্ষাগৃহ এবং নজরুল তীর্থ মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। উৎসব প্রসঙ্গে নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, “এ উৎসবে আমার দু’টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। একটি ‘অনিল বাগচীর একদিন’, অন্যটি ‘আমার বন্ধু রাশেদ’। এটা খুবই ভালো উদ্যোগ। ছবি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত ছিলাম। তবে, শুধু মুক্তিযুদ্ধভিত্তিক ছবিই নয়, সবধরণের ছবি নিয়ে উৎসবটি সাজানো হয়েছে। এতে শিশুতোষ চলচ্চিত্র যেমন আছে অন্য বিষয়ের চলচ্চিত্রও আছে। মুক্তিযুদ্ধের চলচ্চিত্রকে এবার প্রাধান্য দেওয়া হচ্ছে।” চলচ্চিত্র প্রদর্শনের পাশপাশি মুক্তিযুদ্ধের আলোকচিত্র নিয়েও প্রদর্শনী অনুষ্ঠিত হবে উৎসবে। উৎসবে প্রদর্শিতব্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘গেরিলা’, ‘অনিল বাগচীর একদিন’, ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘একাত্তরের মা জননী’, ‘মৃত্তিকা মায়া’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’, ‘লাল সবুজের সুর’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App