ভারতে ‘৩ তালাক’ বলা হবে ফৌজদারি অপরাধ

আগের সংবাদ

নিউইর্য়কে ভবনে অগ্নিকান্ডে ১২জন নিহত

পরের সংবাদ

বঙ্গবন্ধুসেতুতে ১০টি গাড়ি সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৭ , ১০:৫৩ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৭ , ১০:৫৩ পূর্বাহ্ণ

ঘন কুয়াশার কারনে ১০টি গাড়ি সংঘর্ষে বঙ্গবন্ধুসেতুতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ১০টি গাড়ি সংঘর্ষের কারনে বঙ্গবন্ধু সেতুতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাগামী গাড়ির দির্ঘ যানযটের সৃষ্টি হয়েছে।তাৎক্ষণিকভাবে অহতদের নাম পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারনে আজ ভোরে ৩ ঘন্টা বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল শুরু করলে ভোর ৬টার দিকে ঢাকাগামী লেনে পরপর ১০ গাড়ি সংঘর্ষ হয়। এতে আহত ১৫জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়