×

জাতীয়

বিস্ফোরণে মাসহ ৩ জন দগ্ধ চট্টগ্রামে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৮:২৯ পিএম

নগরীতে পৃথক দুর্ঘটনায় ৩ ব্যক্তির মৃত্যু এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তার দুই সন্তান দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর খুলশী থানার গরিবউল্লাহ হাউজিং সোসাইটির একটি বাসার রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- মেহেদী হাসানের স্ত্রী তানজিরা আকতার (৩৫) তার মেয়ে তানজিনা (১৩) ও ছেলে তানজিব (৮)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মা তানজিরার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানায়, রান্নাঘরে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হওয়ার সময় বাসার দরজা বন্ধ ছিল। পরে স্থানীয়রা দরজা ভেঙে তাদের গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, অগ্নিদগ্ধদের মধ্যে মায়ের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অপর দুজনের মধ্যে ছেলের ৩৫ শতাংশ এবং মেয়ের ১৫ শতাংশ শরীর পুড়ে গেছে। এদিকে নগরীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে মাটিচাপায় জামশের আলী (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জামশের কিশোরগঞ্জ জেলার নিকলীর শান্তিপুর গ্রামের মো. বাচ্ছুর ছেলে। তার সহকর্মীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মাম টাওয়ার নামে নির্মাণাধীন ভবনের জন্য সেখানে মাটি কাটা হচ্ছিল। ওই কাজের সময় মাটিচাপা পড়ে গুরুতর আহত হন জামশের। তাকে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নগরীর চান্দগাঁও এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নোমান (২৮) নামে এক যুবক নিহত হন। বুধবার মধ্যরাতে চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নোমান নগরীর চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়ার মো. হাফেজের ছেলে। এছাড়া বুধবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার মোমিনবাগ আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নির্মাণশ্রমিক নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App