×

আন্তর্জাতিক

কাতারে আরও সেনা মোতায়েন করল তুরস্ক, যুদ্ধের দামামা বাজছে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৮:৩৫ পিএম

কাতারে আরও সেনা মোতায়েন করল তুরস্ক। তুরস্কের স্থানীয় একটি দৈনিক সাবাহ পত্রিকা জানিয়েছে, গত কয়েক দিনে দোহার দক্ষিণে উদাইদ বিমানঘাঁটিতে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে দেশটিতে যেসব তুর্কি সেনা মোতায়েন করা হয়েছিল, তারাও নতুন এই বাহিনীর সঙ্গে যোগ দেবে বলে খবর পাওয়া গিয়েছে। তারিক বিন জিয়াদ ঘাঁটিতে আগের সেনা মোতায়েন রয়েছে। কাতার ও তুরস্কের মধ্যে ২০১৪ সালের একটি চুক্তির ভিত্তিতে দুদেশ কাতারে একটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। গত জুন মাসে ওই ঘাঁটিতে প্রথমবারের মতো সেনা পাঠায় তুরস্ক। গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই কাতারের পক্ষে অবস্থান নেয় তুরস্ক। এই ঘটনার পরপরই কাতারে আরও সেনা মোতায়েন করার সিদ্ধান্তে নেয় তুরস্ক। এছাড়া, কাতারের সহযোগিতায় ইরান খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App